খাদ্য অপচয় কমানো জরুরি: কৃষি উপদেষ্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষি খাতে উৎপাদন নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি দেশে সবার জন্য খাদ্য সরবরাহে কোনো ঘাটতি হবে না। তবে, আমাদের এ প্রত্যাশা সহজেই পরিপূর্ণতা পাবে যদি আমরা বড় উদ্বেগের জায়গা, খাদ্যপণ্যের সংগ্রহোত্তর ক্ষতি এবং অপচয় কমাতে পারি।

বুধবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি উপদেষ্টা বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, ক্রমহ্রাসমান কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ, জলবায়ু পরিবর্তন, নগরায়ন কিংবা অর্থনৈতিক উন্নয়নের কারণে আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ আজ চ্যালেঞ্জের সম্মুখীন। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবখাতে দৃঢ় প্রত্যয়ে কাজ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *