স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
পেনশনভোগীসহ সব ধরণের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন। সরকারের এ সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে মহার্ঘ ভাতা ও বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান।
আটক বাংলাদেশি তরুণীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারআটক বাংলাদেশি তরুণীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মকর্তা-কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, এরই মধ্যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বিষয়ে কমিটি গঠন করেছে অর্থ বিভাগ। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সেটি কমিটি ঠিক করবে বলেও জানিয়েছেন তিনি।
স্টকমার্কেটবিডি.কম///