সৌদিপ্রবাসীদের জন্য সতর্ক বার্তা দিল দূতাবাস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা থেকে মুক্তি পেতে সৌদিপ্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তাদের সতর্ক করা হয়েছে। এ সময় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করতে সৌদিপ্রবাসীদের আহ্বান জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, জন্মনিবন্ধন ও বিভিন্ন সার্টিফিকেটের জন্য ফরম পূরণ, বাংলাদেশ দূতাবাস রোমের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণসহ বিভিন্ন সার্ভিসে সহযোগিতা করা হবে মর্মে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে দূতাবাসের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। অনলাইনে এমন বিজ্ঞাপনে বিশ্বাস করে কোনো প্রকার লেনদেন না করার অনুরোধ করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *