১ লাখ ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারসহ ৭ ক্রয় প্রস্তাব অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এক লাখ ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের চারটিসহ ৭টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ৮২৬ কোটি ৬৬ লাখ ৬১ হাজার টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

জানা গেছে, বৈঠকে ৩০ হাজার মেট্রিক টন করে ইউরিয়া সার ক্রয়ের চারটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এর মধ্যে প্রতি মেট্রিক টন ৩৬০ দশমিক ৮৩ ডলার দরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৫তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৬ লাখ টাকা; প্রতি মেট্রিক টন একই দরে সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ২য় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ১৩২ কোটি ৬ লাখ টাকা; প্রতি মেট্রিক টন ৩৭৮ দশমিক ৮৩ ডলার দরে কাতার এনার্জি মার্কেটিং থেকে ৯ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ১৩৮ কোটি ৬৫ লাখ টাকা এবং প্রতি মেট্রিক টন ৩৫৩ দশমিক ৭৫ ডলার দরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) লিমিটেড থেকে ১১’শ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ে বাংলাদেশি মুদ্রায় ১২৯ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় হবে।

চার প্রস্তাবে মোট ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের বিষয়ে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সারের মজুদ যদি সরকারের না থাকে, তখন ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। এ কারণে বৈঠকে ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *