স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের দ্বিতীয় দিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জিপি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৯৩ লাখ টাকা।
রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারির ৯ কোটি ৫১ লাখ, সেন্ট্রাল ফার্মার ৯ কোটি ১৯ লাখ, আইটিসির ৮ কোটি ৪২ লাখ, কেপিপিএলের ৮ কোটি ৩৪ লাখ, অগ্নি সিস্টেমসের ৭ কোটি ৫১ লাখ, খান ব্রাদার্সের ৭ কোটি ৩১ লাখ ও হাক্কানী পেপারের ৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি