স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়ামের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫.০৯ টাকা। যা আগের বছর একই সময় আয় ছিল ৯.০৬টাকা।
কোম্পানিটির চলতি বছরের ৬ মাসে (জুলাই- ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭.৮২ টাকা। যা আগের বছর একই সময় আয় ছিল ১৭.৪৮ টাকা।
চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৪৪ টাকা, যা গত ৩০ জুন ২০২৪ সালে ছিল ২৩৪ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এসবি