ভারতের ৪ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনের অভিযোগে চারটি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ এই ঘোষণা দেয়।

তেহরানের তেল ব্যবসায় ওয়াশিংটনের অব্যাহত চাপের অংশ হিসেবে নতুন এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, বিএসএম মেরিন এলএলপি, কসমস লাইনস ইনক এবং ফ্লাক্স মেরিটাইম এলএলপি-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ইরানের পেট্রোলিয়াম পণ্য পরিবহনে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৪ ফেব্রুয়ারি একটি জাতীয় নিরাপত্তা স্মারক জারি করে ইরানের ওপর চাপ বাড়ানোর নির্দেশ দেওয়ার পর এটি ইরানের তেল রপ্তানির ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার অংশ হিসেবে, সংযুক্ত আরব আমিরাত, চীন এবং হংকংসহ একাধিক দেশের ৩০ জনেরও বেশি ব্যক্তি এবং জাহাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *