স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯২৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬০৭ কোটি ২০ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৭শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৮টির আর অপরিবর্তিত আছে ৬২টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আইএফআইসি ব্যাংক, ফুয়াং ফুডস. মিডল্যান্ড ব্যাংক, রিলায়েন্স ওয়ান মি. ফান্ড. লাভেলো আইসক্রিম, বেক্স ফার্মা, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ও বিচ হ্যাচারি।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ২২.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৮৩পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৯৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৮৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ১১ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম।
স্টকমার্কেটবিডি.কম/এসবি