স্টকমার্কেটবিডি ডেস্ক :
আগামী বছর থেকে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ার আশা আছে। কারণ, দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
আশিক চৌধুরী সম্প্রতি জাপান সফর করেন। সে সময়ই তিনি নিক্কেইকে এই সাক্ষাৎকার দেন। তিনি বলেন, আগামী ৩-৫ বছরের মধ্যে ঢাকা দেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় আগামী প্রায় ৪ শতাংশ বাড়াতে চায়।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের জিডিপি—এফডিআই অনুপাত ছিল প্রায় দশমিক ৩ শতাংশ, যা বৈশ্বিক গড় দশমিক ৮ শতাংশের তুলনায় কম।
আশিক চৌধুরী জানিয়েছেন, নতুন সরকার যেসব সংস্কার পরিকল্পনা নিয়েছে তার মধ্যে অনুমোদন ও শুল্ক প্রক্রিয়া সহজ করা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। বিনিয়োগের পরিবেশ উন্নয়নের উপায় খুঁজতে বিডা ২০০ টির বেশি দেশি ও বিদেশি কোম্পানির ওপর জরিপ চালিয়েছে বলে জানিয়েছেন তিনি।
আশিক চৌধুরী বলেন, ‘তাই, এ বছর আমরা সমস্যাগুলো সমাধান করব। আমি আশা করি না যে, এ বছরই এফডিআই হঠাৎ করেই বেড়ে যাবে, তবে আমি আশা করি আগামী বছর থেকে এর সংখ্যা নাটকীয়ভাবে পরিবর্তিত হবে।’
স্টকমার্কেটবিডি.কম/////