বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের প্রাইভেট ব্যাংক খাতের পেশাদার ব্যাংকারদের সমন্বয়ে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী প্রাইভেট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংগঠনটি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত থেকে কাজ করবে। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩১ দফা, মিশন, ভিশন ও দেশগঠনের নীতিমালার আলোকে ব্যাংকিং খাতে অর্থনৈতিক পুনর্গঠন ও সংস্কার কার্যক্রমে ভূমিকা রাখবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির কাঠামো অনুযায়ী ৭১ সদস্যবিশিষ্ট কনভেনর কমিটি এবং ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক হলেন শেখ মোহাম্মদ জায়েদ আল-ফাত্তাহ (সাব্বির) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন রাইসুল আলম (জুয়েল)।

যুগ্ম আহ্বায়ক হলেন ১৮ জন- যোগাযোগবিষয়ক দপ্তরে নিয়োজিত কবির হোসেন, মো. আসাদুজ্জামান (শিপলু), তালুকদার মো. রাশেদুল ইসলাম, মো. আমিনুল হক, মো. জহিরুল ইসলাম, দপ্তরে নিয়োজিত মো. শফিউল বাশার, সহ-দপ্তরে নিয়োজিত আতাউল করিম রাজা, রাসেল মাহমুদ মাছুম, মহিলা বিষয়ক দপ্তরে নিয়োজিত মোছা. রোকসানা পারভিন, প্রচার ও প্রকাশনা দপ্তরে নিয়োজিত মিজানুর রহমান, মো. এমদাদুল হক পাভেল, মো. সালেহ উদ্দিন, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, মো. এনামুল খান, মো. আবু সাইদ, মো. হুমায়ুন কবির, মো. মাসুদ হাসানসহ, মো. জাহিদুল ইসলাম সেলিম।

সংগঠনের সদস্যসচিব হলেন আলিমুল বিন আজিজ (তুষার)।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *