স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক -৪.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৮১ কোটি ৭৪ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৫শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৭টির আর অপরিবর্তিত আছে ৬৪টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, লিন্ডে বিডি, শাইনপুকুর সিরামিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, ইন্দো বাংলা ফার্মা, সোনার বাংলা টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক ও লাভেলো আইসক্রিম।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৮২.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫০১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৪৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ৩ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এসবি