স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোয় (সিআইবি) ভুল তথ্য দিলে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। ওই তথ্যের পক্ষে সন্তোষজনক কোনও ব্যাখ্যা না পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শাস্তির আওতায় পড়বেন দায়ী কর্মকর্তারাও। বুধবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন বিভাগ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়, ব্যাংকিং খাতের ঋণ শৃঙ্খলা সুসংহত করার লক্ষ্যে সিআইবিতে সঠিক তথ্য দেওয়া একান্ত আবশ্যক। এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণগ্রহীতাদের ঋণের মাসিক ভিত্তিক তথ্য সিআইবিতে পাঠানোর নির্দেশনা রয়েছে। এখন থেকে প্রতিটি ব্যাংক ও ফাইন্যান্স কম্পানিকে তাদের ঋণগ্রহীতাদের সব ঋণতথ্য মাসিক ভিত্তিতে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিস্টেমে আপলোড করতে হবে। এত দিন এটি পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে আপলোডের নির্দেশনা ছিল।
ঋণ তথ্যাবলি সিস্টেমে আপলোড করার ৭ কর্মদিবসের মধ্যে সিস্টেমে সংশোধন করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ঋণতথ্য হালনাগাদ করে যথাসময়ে দাখিল করতে ব্যর্থ হলে তার কারণ উল্লেখ করে বিস্তারিত ব্যাখ্যা তিন দিনের মধ্যে সিআইবিকে জানাতে হবে। ব্যাখ্যার কারণ ব্যুরোর কাছে সন্তোষজনক বিবেচিত না হলে সংশ্লিষ্ট ব্যাংক কিংবা ফাইন্যান্স কম্পানির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণযোগ্য হবে।
স্টকমার্কেটবিডি.কম/////