স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪১২ কোটি ৫২ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত আছে ৬৭টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, বিচ হ্যাচারি, লিন্ডে বিডি, ফুয়াং সিরামিকস, গোল্ডেন হার্ভেষ্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ, রবি আজিয়াটা ও হাক্কানী পেপার।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৭২.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৭৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৬৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ২০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে ১১ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।
স্টকমার্কেটবিডি.কম/এসবি