স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের প্রতিষ্ঠান ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেডের নরসিংদী জেলায় অবস্থিত পাওয়ার প্লান্টিও বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির মোট তিনটি পাওয়ার প্লান্ট ছিল। এর মধ্যে নরসিংদী তে ২২ মেঘাওয়াট পাওয়ার প্লান্টটির পাওয়ার পার্চেস এগ্রিমেন্ট (পিপিএ) শেষ হয়ে গেছে। গত ১১ মার্চে এই পিপিএর মেয়াদ শেষ হওয়ায় সেদিনই এই বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দিয়েছে কোম্পানিটি।
এর আগে ডরিন পাওয়ারের টাঙ্গাইল ও ফেনীর ২২ মেঘাওয়াট বিদ্যুৎকেন্দ্রগুলোও বন্ধ করে দিয়েছে কোম্পানিটি।
কোম্পানিটি পিপিএর মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করলে তা নাকচ করে দিল সরকার।
স্টকমার্কেটবিডি.কম/এসবি