স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ১৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৪৮ কোটি ৩৪ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২১টির আর অপরিবর্তিত আছে ৭৮টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ফুয়াং সিরামিকস, ফুয়াং ফুডস, বসুন্ধরা পেপার মিলস, বিচ হ্যাচারি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ২৭.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৫৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৯৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ৪ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।
স্টকমার্কেটবিডি.কম/এসবি