স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
গতকাল ব্যাংকটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, হাবিবুর রহমান তার মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে পদত্যাগ করেছেন, তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি।
জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পদত্যাগ করা সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাবিবুর রহমানের। তিনি ২০২২ সালের ডিসেম্বরে তিন বছরের জন্য ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে যোগদান করেন।
স্টকমার্কেটবিডি.কম//////